✳️#প্রথম_দিনঃ ভোরে খাগড়াছড়ি শহরে ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষে রিজার্ভ জীপে/চাদের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু। সাজেক (রুইলুই পাড়া) পোঁছাবো, দুপুর নাগাদ রিসোর্টে চেক-ইন করবো। দুপুরের খাবারের থাকবে ট্রেডিশনাল বাফেট।লাঞ্চ শেষে রুইলুই পাড়া থেকে কংলাক পাহাড়ের উদ্দেশ্য যাত্রা 1800 ফিট ট্র্যাকিং- এ বের হবো। সূর্যাস্ত এবং মেঘ দেখবো কংলাক পাহার থেকে ই।
✅রাতে বারবিকিউ পার্টি / ব্যাম্বো চিকেন, গানের আড্ডা
