সিলেট জেলার জাফলং প্রকৃতিপ্রেমী ভ্রমণকারীদের কাছে এক অনন্য গন্তব্য। পিয়াইন নদীর স্বচ্ছ জল, চারপাশের সবুজ পাহাড় আর পাথরে ভরা নদীর তল—সব মিলে জাফলংকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। 🌿 দর্শনীয় স্থান ➡️ জাফলং ➡️ মায়াবী ঝর্ণা ➡️ চা বাগান ➡️ হযরত শাহজালাল মাজার। 🚤 ভ্রমণ টিপস (With Savar Travellers Group) সিলেট শহর থেকে জাফলং যেতে গাড়িতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। সকালবেলা যাত্রা শুরু করলে ভিড় এড়িয়ে সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায়। ক্যামেরা, সানগ্লাস আর পানি সঙ্গে নিলে ভ্রমণ হবে আরামদায়ক। Savar Travellers Group এর সাথে গেলে পাবেন গাইডেড ট্যুর, নিরাপদ যাত্রা এবং আনন্দময় অভিজ্ঞতা।