টাঙ্গুয়ার হাওর: সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ জলাভূমি, বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট। নীল জল, সবুজ পাহাড় আর নৌকাভ্রমণের জন্য এটি ভ্রমণপিপাসুদের স্বপ্নের গন্তব্য। 🏞️ কেন ঘুরবেন এখানে? বর্ষায় হাওরের সৌন্দর্য অপরূপ, নৌকাভ্রমণ হয় রূপকথার মতো। শীতে হাজার হাজার পরিযায়ী পাখির সমাহার। যাদুকাটা নদী, নীলাদ্রি লেক, শিমুল বাগানসহ অসাধারণ দর্শনীয় স্থান।