➡️ বৃহস্পতিবার - রাতে রওনা দিয়ে
➡️ শুক্রবার ভোরে নেত্রকোনার কলমাকান্দা ঘাটে পৌঁছানোর সাথে সাথে আমরা বোটে উঠবো ; এরপর সকালের নাস্তা বোটে মধ্যে পরিবেশন করা হবে। আমরা আনুমানিক সকাল নয়টার মধ্যে ওয়াচ টাওয়ার থাকব সেখানে এক ঘন্টা গোসল করার পর টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে বেলা ১১ টার দিকে টেকের ঘাটে নেমে যাবো।
টেকের ঘাটে নেমেই আমরা বাইক ভাড়া করে নিবো নিজ দায়িত্বে (লাকমাছড়া, বারিক্কাটিলা, শিমুল বাগান, যাদুকাটা নদি, সব স্পট দেখতে আপনার বাইক ভাড়া দিতে হবে জন প্রতি ২৫০ টাকা) দুপুর ১টার মধ্যে আমরা চলে আসবো এসে যারা নামাজ পরবেন তারা নামাজ পরে নিবেন এবং বাকিরা দুপুরের লাঞ্চ করে নিবো ভৈরব রেস্টুরেন্টে খাবার শেষ করে পাশেই অবস্থিত নীলাদ্রি লেকে ছবি তুলবো বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত এর পরে আমরা সকলেই বোটে চলে যাবো বিকেল ৪টার সময় বোট পুনরায় ঘাটের উদ্দেশ্যে রওনা দিবে !
⏲️রাত-৯ টার বাসে ঢাকা ব্যাক করবো
⬅️ শনিবার ভোর রাতে সাভারে থাকবো-ইনশাআল্লাহ