প্রথম দিন (১) সকালে কক্সবাজার পৌঁছে ১১টার মধ্যে হোটেলে চেক-ইন করতে হবে।
সমুদ্র দর্শন: চেক-ইনের পর প্রথমেই সমুদ্র সৈকতে চলে যান। প্রায় এক ঘন্টা সমুদ্রের জলে গা ভেজানো ও ছবি তোলার পর দুপুরের খাবারের জন্য হোটেলে বা কাছাকাছি কোনো রেস্টুরেন্টে ফিরতে পারেন।
বিকালের ঘোরাঘুরি: দুপুরের খাবার সেরে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে আবার সমুদ্র সৈকতে ঘুরতে যেতে পারেন। সন্ধ্যার শপিং ও খাবার: সন্ধ্যা পর্যন্ত বীচে কাটিয়ে এরপর বার্মিজ মার্কেটে কেনাকাটার জন্য যেতে পারেন।
** রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড:** সুযোগ হলে, ঝাউতলা এলাকার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘুরে আসতে পারেন।
সকালের সূর্যোদয়: ভোরের সূর্যোদয় দেখতে চাইলে আগের রাতেই তাড়াতাড়ি ঘুমিয়ে যান।