➡️ বৃহস্পতিবার - রাতে রওনা দিয়ে
➡️ শুক্রবার সকালে আমরা সিলেট শহরে পৌছে আমরা সকালের নাস্তা সেরে জাফলং এর উদ্দেশ্যে রউনা দিব। তারপর জাফলং পৌছে গোসল করব জাফলং এর স্বচ্ছ পানিতে ও মায়াবী ঝর্নার মায়ায়। গোসল শেষে দুপুরের খাবার খেয়ে আমরা বিকেলের দিকে যাব চা বাগান ঘুরতে। ওইখানে ফটোশেশন করে আমরা সন্ধ্যার দিকে রউনা দিব হযরত শাহজালাল মাজার এর উদ্দেশ্যে। ওইখানে মাজার জিয়ারত করে যে যার মতো কেনাকাটা করে আমরা রাত ৯ টার মধ্যে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে দিব।
⬅️ সব কিছু ঠিক থাকলে শনিবার সকালে সাভারে থাকবো-ইনশাআল্লাহ