রাতের গাড়িতে রাঙ্গামাটি গিয়ে সকালে নাস্তা করে আগে থেকে রিজার্ভ করা ট্রলারে কাপ্তাই লেকে নেমে যাবো সকেলে মিলে সেখানে শুভলং বড় ঝর্ণা শুভলং ছোট ঝর্ণা উপজাতি গ্রাম/মার্কেট ঘুরে দুপুরের লাঞ্চ করবো , লাঞ্চ এর পরে চলে যাবো ঝুলন্ত ব্রীজ দেখতে ,পরে পলয়েল পার্ক ঘুরে ট্রলার ছেড়ে দিবো , সেখান থেকে পায়ে হেটে শহীদ মিনার লেক ভিউ পয়েন্ট এ গিয়ে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো আসা করছি ভোর ৪টার আগে নামিয়ে দিবো ইনশা আল্লাহ !