➡️ বৃহস্পতিবার - রাতে রওনা দিয়ে
➡️ শুক্রবার সকালে শ্রীমঙ্গল শহরে পৌঁছে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করবো । তারপর ঐ বাসেই চায়ের দেশ শ্রীমঙ্গলের বিভিন্ন স্পট যেমন চা কন্যা ভাস্কর্য, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক ঘুরে আমরা দুপুরের খাবার খেয়ে আমরা রউনা দিব আদী-নীল কন্ঠ সাত রঙ্গা চা স্টল এ চা খেতে। ওইখানে চা খেয়ে আশেপাশের চা বাগানগুলি ঘুরে দেখে ছবি তুলে আমরা রাত ৮ টার দিকে ঢাকার উদ্দেশ্যে রউনা দিব।
⬅️ শনিবার সকালে সাভারে থাকবো-ইনশাআল্লাহ